বিশ্বকাপের পর প্রথম সফরে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে

বিশ্বকাপের পর প্রথম সফরে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে।দুই দেশের মধ্যকার এই সিরিজে রয়েছে ৩ টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। গতবারের ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর বাংলা ওয়াশ এবারো রয়েছে কো স্পন্সর হিসেবে।

বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড ট্রাই সিরিজে বাংলা হরফে টাইটেল স্পন্সর হয়ে বিশ্ব মঞ্চে দৃষ্টান্ত স্থাপন করে বাংলা ওয়াশ ডিটারজেন্ট এবারো মাঠে তাদের দেখা যাচ্ছে বাংলা হরফেই।

বাংলাওয়াশ ডিটারজেন্ট এএনএইচ গ্রুপের একটি পণ্য।মূলত বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই তাদের এই পৃষ্টপোষকতা। এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম হানিফ বলেন, “গতবার নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে আমরা টাইটেল স্পন্সর ছিলাম। বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত আমরা আবারো কো-স্পন্সর হিসেবে রয়েছি।

তাছাড়াও আমাদের এএনএইচ গ্রুপের সকল পণ্য বিক্রয়ের ১% পাচ্ছে ফিলিস্তিনি জনগ্ণ। আশা করি আমাদের এসব উদ্যোগে সবাই এগিয়ে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top